লালমনিরহাটে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় লালমনিরহাট সদর উপজেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নে আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, লালমনিরহাট সদর উপজেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক শাহজাদা খন্দকার সাগর, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবু প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকাস্থ সংসদ ভবন এর দক্ষিণ পার্শ্বে মানিক মিয়া এভিনিউ এ লালমনিরহাট জেলা সমিতি ঢাকার আয়োজনে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন বিকেলে সেখান থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়ে। সেখানেই তিনি এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।