শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
ইএসডিও’র কার্যালয়ে তথ্য সংগ্রহে গেলে লাঞ্চিত ৩ সাংবাদিক; থানায় অভিযোগ

ইএসডিও’র কার্যালয়ে তথ্য সংগ্রহে গেলে লাঞ্চিত ৩ সাংবাদিক; থানায় অভিযোগ

লালমনিরহাটে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র কার্যালয়ে ৩ সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

 

রোববার (৯ নভেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেলা শহরের বানভাসা এলাকায় সংস্থাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

লিখিত অভিযোগে বলা হয়, রোববার (৯ নভেম্বর) দুপুর ২টার সময় ইএসডিও’র কার্যালয়ে বক্তব্য নিতে গেলে ইএসডিও’র কর্মকর্তা সুজন মিয়া, মোঃ এরশাদ আলী, মোঃ রমজান আলী, মোঃ খাদেমুল ইসলাম মারধর করেন।

 

আরও উল্লেখ করা হয়, সরকারি অর্থায়নে সিসিপ প্রজেক্টের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় ইএসডিও-ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইআইটি) কর্তৃক পরিচালিত তিস্তা টেকনিক্যাল সেন্টার ফর হিউমেন ডেভলপমেন্ট (টিটিসিএইচডি) পরিচালনা করছে। সেই ট্রেনিং সেন্টারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে সরেজমিনে গেলে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, আরটিভি’র লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, ক্যামেরা পার্সন মোঃ আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র কার্যালয়ে বিভিন্ন অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহে গেলে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপর চড়াও হন। সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় এবং ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয়।

 

আরটিভি’র লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান বলেন, ইএসডিও কার্যালয়ের ইনচার্জের কাছে তথ্য জানতে চাইলে তিনি অসহযোগিতা করেন। আমরা ভিডিও ধারণ শুরু করলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে কয়েকজন কর্মচারী আমাদের ধাক্কা দিয়ে অফিসের বাইরে নিয়ে আসে এবং অশালীন ভাষায় কথা বলে। ক্যামেরা পার্সন আরিফুল ইসলামকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

 

তিনি আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে এলেও তারা নীরব ভূমিকা পালন করে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

 

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র লালমনিরহাট জোনাল ম্যানেজার বজলার রহমান বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। পরে এসে জানতে পারি স্থানীয় ৩ সাংবাদিক অফিসে এসে বক্তব্য না দেওয়াকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে অফিসের রমজান নামে এক অফিসারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কাউকে মারধর বা লাঞ্ছিত করা হয়নি।

 

এ ঘটনায় লালমনিরহাটের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। ২৪ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী বলেন, সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone