লালমনিরহাটের আলোচিত সাংবাদিক হত্যা চেষ্টা মাামলার আসামিদের পক্ষ নিয়ে মামলার বাদি ও স্বাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস ছাত্তারের বিরুদ্ধে।
জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লালমনিরহাটের আলোচিত সাংবাদিক হত্যা চেষ্টা মামলার হাজিরা ছিলো। সে কারণে আদালতে সাংবাদিক হেলাল হোসেন কবির উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আদালত বারান্দায় আক্রোশিক ভাবে উপস্থিত হয়ে মামলা আসামিদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুস ছাত্তার বলতে থাকে তুমি আমার আত্মীয়দের নামে মামলা দিছো ভালো থাকতে মামলা তুলে নাও, আবার পারিবারিক মামলাতে তাদের একজনের নাম দিছো। সেখানে উপস্থিত সাংবাদিকরা বলতে থাকেন শান্ত হন আমরা দেখতিছি বিষয়টা। তখন সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামিরা ছাত্তারকে উদ্দেশ্য করে বলতে থাকেন ওই যে একজন ওর মামলার স্বাক্ষী তখন ছাত্তার ও আসামিরা দৌড় দিয়ে পুলিশ সুপার কার্যালয়ে সামনে সড়কে স্বাক্ষী মিলন হোসেন পদ্দকে বলতে থাকে আমার আত্মীয়দের বিরুদ্ধে আদালতে স্বাক্ষী দিতে আসছিস না, স্বাক্ষী দিতে পারবিনা বাড়ি চলে যা নইলে তোকে উল্টো বিভিন্ন মামলায় ফাঁসানো হবে।
এ বিষয়ে হেলাল হোসেন কবির বলেন, গত ৯ আগস্ট আমার বাড়ির সামনে জাতীয় পার্টির নেতা দাদন ব্যবসায়ী সোহরাব হোসেন ও আবদুল আজিজ ওরফে আব্দুক জুয়ারু, তোজাম হোসেন তোজাম গংরা আমাকে আটক করে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে মারধর করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান। ৯ সেপ্টেম্বর আদালতে মামলার হাজিরা ছিলো। সেখানে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস ছাত্তার আমাকে ও আমার স্বাক্ষীকে হুমকি দেয়। যার বিষয় নিয়ে আমাকে হুমকি দেয় সেই আমার মামলার আসামি তোজাম মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব এর অবৈধভাবে রাস্তার গাছ কাটা বাহিনীর একজন ছিলেন এবং তার নামে লালমনিরহাট সদর থানায় স্বৈরাচার সরকারের সময় এক বাড়িতে অস্ত্র উচিয়ে পাওয়ার টিলার, গরু, ধান, স্বর্ণ ও অন্যান্য মালামাল লুটের আরও একটি মামলা হয়েছে। সেখানে তোজাম ১০ নম্বর আসামি।মামলাটি হয়েছে বাদির অভিযোগের ভিত্তির উপর পুলিশের তদন্তের মাধ্যমে। তার পক্ষ নিয়ে আদালতে এসে আমাদের হুমকির বিষয়টি রহস্যজনক!
লালমনিরহাট সদরের মহেন্দ্ররনগর ইউনিয়নের ঠাকুরের মাল্লি বাজারে কয়েকজন জানায়, ৯ সেপ্টেম্বর আদালত থেকে আসার পর তোজাম বাজারে বলতে থাকে আমরা ৩০হাজার টাকা দিয়ে আদালতে আমাদের বিপক্ষদের চোখ তোলার জন্য লোক সেট করেছি, বেটারা মানুষ চিনে নাই এবং তোজামের ছেলে শামীম ফেইসবুকে হেলালের ছবি দিয়ে পোস্ট করেন ভালো মনে কছি হেলালকে আজকে বাস দিলো কোটে, আর এক পোস্টে লিখেন ৩০হাজার টাকা দিয়ে বাস।
সাংবাদিকরা বলেন, সারা বাংলাদেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতন দিন দিন বেড়ে চলছে, কদিন আগে সাংবাদিক হেলাল হোসেন কবিরকে হত্যা চেষ্টা করা হয়েছে, আমরা নিউজ করেছি মানববন্ধন করছি। আদালতে গিয়ে আবার সেই আসামিদের পক্ষ নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস ছাত্তার হুমকি দেয়, বিষয়টা আসলেই রহস্য। এই ছাত্তারের কারণে বিগততে লালমনিরহাট বিএনপি বহু ক্ষতির মুখে পড়েছে, লাগাম টেনে না ধরলে সামনে আরও ক্ষতি হবে।
ঘটনা শুনার পর একাধিক বিএনপির নেতা দুঃখ প্রকাশ করে বলেন, ছাত্তার জেলা স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্ব দেয় তার এমন আচারণ কাম্য নয়।
উল্লেখ যে, হেলাল হোসেন কবির সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক চিত্রের লালমনিরহাট জেলা প্রতিনিধি।