শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটের হাসপাতাল রোডে দুটি স্পীড ব্রেকারই বাড়িয়েছে ঝূঁকি! তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে লালমনিরহাটে লালমনিরহাটে ‘এ-‘ ও ‘বি’ গ্রেড পেয়ে এসএসসি পাশ করলো দুই দৃষ্টিহীন শিক্ষার্থী! লালমনিরহাটে বিমাতার বিরুদ্ধে অবশেষে আদালতে হত্যা মামলা করলেন ছেলে! লালমনিরহাটে সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়! লালমনিরহাটে অ্যাড. মতিয়ার রহমান-এঁর সংবর্ধনা অনুষ্ঠিত লালমনিরহাট শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় নির্মাণ সামগ্রী; দুর্ভোগে শহরবাসী! লালমনিরহাটে কচুর আবাদ বেড়েছে রেলপথ সংস্কারে অনিয়ম; তদন্তে দুদক! বিনা প্রতিদ্বন্দ্বিতায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন মোছাঃ লতিফা বেগম!
বৃদ্ধ বাবার কাছে সুকৌশলে জমি লিখে নেয়ার অভিযোগ

বৃদ্ধ বাবার কাছে সুকৌশলে জমি লিখে নেয়ার অভিযোগ

লালমনিরহাটে ওয়ারিশকে সূত্র-মতে জমি সম-বন্ঠন না করে বেমাতা ভাই ও তার ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে সুকৌশলে জমি লিখে নেয়া বা চেষ্টা করার অভিযোগ উঠেছে।

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কিশামত চন্দ্রপুর গ্রামের শ্রী অনীল চন্দ্র মোহন্ত (৯০) কে তার ওয়ারিশকে সূত্র মতে জমি বন্টন না করে চুপিসারে তার সন্তান জমি লিখে নেওয়া চেষ্টা চালাচ্ছে মর্মে আদিতমারী সাব-রেজিস্ট্রার বরাবর একটি লিখিত আবেদন করেছেন তার ওপর ছেলে অতুল চন্দ্র মোহন্ত।

 

অতুল চন্দ্র মোহন্তের লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা যায়, তার পিতা শ্রী অনীল চন্দ্ৰ মোহন্ত বর্তমানে বয়স ৯০ হওয়ার কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। এমতাস্থায় তার বেমাতা ছোট ভাই রণজিৎ চন্দ্র মোহন্ত ও তার ছেলে সজল এবং চন্দন মিলে তার পিতাকে ভুলভাল বুঝাইয়া জোগসাজশে গত ৫ সেপ্টেম্বর আদিতমারী সাব-রেজিষ্টার অফিসে জমি নিজ নামে দলিল করার জন্য নিয়ে যায়, সেখানে এলাকাবাসীর হস্তক্ষেপের কারণে সেদিন জমি দলিল করতে পারেননি, আবারও সেই বেমাতা ভাই ও তার ছেলে সুকৌশলে জমি নিজ নামে দলিল করে নেয়ার জন্য পায়তারা চালাচ্ছে।

 

এ বিষয়ে অতুল চন্দ্র মোহন্ত বলেন, বেমাতা ভাইয়ের নামে জমি দলিল হলে আমরা ওয়ারিশগণ সম-বন্ঠন হতে বঞ্চিত হব, তাই আমরা বাকি ওয়ারিশরা এর সঠিক বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone