শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত মার্শাল আর্ট কন্যা সান্ত্বনার নেতৃত্বে ইটালিতে বাংলাদেশের বিশাল সফলতা: স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৯টি পদক অর্জন লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র চেক হস্তান্তর লালমনিরহাটে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস

২ শ্রমিকনেতা কারাগারে, জাতীয় মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম (৬০) ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (৫৫) দ্বয়কে কারাগারে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

 

এদিকে লালমনিরহাট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলহাজতে পাঠানোর খবর পাওয়ার পর তাঁদের জামিনের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের হাড়ীভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক-বাস আড়াআড়িভাবে রেখে তাঁর প্রতিবাদ জানাতে থাকেন। জাতীয় মহাসড়কের দুই পাশে যানজট দেখা দেয়। তবে মোটর সাইকেল ও রিকশা চলাচলের সুযোগ করে দেয় পুলিশ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিকাল ৪টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

 

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আমিরুল ইসলাম ও বুলবুল আহমেদের বিরুদ্ধে সংগঠনের জমি বিক্রি, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব না দেওয়াসহ প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

 

সংগঠনের কোষাধ্যক্ষ আনোয়ারুল হক ২০২২ সালের ১৩ মার্চ আমিরুল ইসলাম, বুলবুল আহমেদ (৫৫)সহ ৪জনের নামে মামলাটি করেন।

 

মামলা দুই আসামি আমিরুল ইসলাম (৬০) ও বুলবুল আহমেদ (৫৫) উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন। চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে লালমনিরহাটের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করার নির্দেশনা ছিল উচ্চ আদালতের। কিন্তু নির্ধারিত তারিখে ওই ২জন নিম্ন আদালতে হাজির হননি।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আমিরুল ইসলাম ও বুলবুল আহমেদ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের লালমনিরহাট জেলা কারাগারে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone