শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা তারুণ্যের ভাবনা অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে নয়নাভিরাম ফুল “কচুরিপানা” তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত
পুত্রবধু হত্যার মামলা রেকর্ডসহ সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে- মানববন্ধন অনুষ্ঠিত

পুত্রবধু হত্যার মামলা রেকর্ডসহ সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে- মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের পুত্রবধু চন্দ্রপুর ইউনিয়নের মেয়ে মোছাঃ মারুফা খাতুন হত্যার মামলা রেকর্ডসহ সকল আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে- মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩১ আগস্ট) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বাজারে সুশিল সমাজ চন্দ্রপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

গ্রামবাসী ও পরিবার জানায়, মারুফা খাতুন (২২) এর বিয়ের পর থেকে স্বামী হাবিবুর (৩০) ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করে আসছিল। গত ২৭/০৮/২০২২ইং শনিবার সকালে ঐ গৃহবধুকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নির্মম নির্যাতনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছেন গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয় প্রশাসন। তাঁদের দাবি মারুফা খাতুন আত্তহত্যা করেছে।

 

ঐদিন সকালে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ। পর দিন ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় হত্যা মামলা কালক্ষেপণ করলে ও আসামীদের গ্রেফতার না করলে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আদালতে একটি হত্যা মামলা করেছেন।

 

নিহত মারুফা খাতুনের বাবার বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোঃ মপুল মিয়ার মেয়ে। তার একটি দেড় বছরের মেয়ে রয়েছে।

 

নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফা খাতুনের সঙ্গে ৩বছর আগে পাশের চলবলা ইউনিয়নের শাহিদার রহমান এর ছেলে মোঃ হাবিবুর রহমানের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হাবিবুর ও তার পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। নিহত ঐ গৃহবধুর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে ও তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানান। গত বুধবার বিকেলে ৩১/০৯/২২ বিকালে উপজেলার চলবলা ইউনিয়নে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গ্রামবাসীরা মানববন্ধন করেছেন।

 

নিহত গৃহবধু মারুফা খাতুনের বাবা মপুল মিয়া বলেন, মেয়ে হত্যার এক ঘন্টা আগে আমাকে মোবাইলে কথা বলতে কান্না করে বলে আমাকে নিয়ে যাও এরা আমাকে মেরে ফেলবে পরে বিকালে লোকজনসহ নিয়ে আসবো বলে বুঝিয়ে ফোন রাখি। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল সাংবাদিকদের বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, ময়না তদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হবে। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone