শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা তারুণ্যের ভাবনা অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে নয়নাভিরাম ফুল “কচুরিপানা” তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

বালু উত্তোলন আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। আর কোন কিছুর তোয়াক্কা না করে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একেবারেই নিকট থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছেন।

 

অথচ যে পুকুর থেকে বালু উত্তোলন হচ্ছে সেটি একেবারেই বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক লাগোয়া। তার পাশ দিয়ে প্রতিদিন লালমনিরহাট জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা চলাচল করলেও তা দেখেও না দেখার ভ্যান করছেন। এ যেন এক দেশে দুই আইন বাস্তবায়ন করা হচ্ছে।

 

জানা গেছে, বিমান বন্দরের বুক জুড়ে বয়ে য়াওয়া বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক লাগোয়া লালমনিরহাট বিমান বাহিনী ইউনিটের একটি পুকুর রয়েছে। পুকুরটি কয়েক গজের মধ্যে অবস্থিত নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি, লালমনিরহাট বিমান বন্দর রানওয়ে ও ঈদগাঁ মাঠসহ পুরাতন গাছপালার মাঝ খানে সেই পুকুর থেকে কদিন ধরে অবৈধভাবে ডাবল ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

 

ফলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক চলাচলের জাতীয় মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

 

অথচ বাংলাদেশের প্রচলিত বালু আইনে উল্লেখ রয়েছে, ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারী ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। আইন অমান্যকারী দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

 

এলাকাবাসীর উদ্বেগ, গরীবরা কোন জায়গা ভরাটের জন্য মেশিন লাগালে প্রশাসন গিয়ে মেশিনে আগুন দেন এবং জেল-জরিমানা আদায় করেন। আর গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনাকে ঝুঁকির মুখে ফেলে অবৈধ ভাবে ডাবল মেশিন দিয়ে কদিন ধরে বালু উত্তোলন করছে। প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone