শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত আজ প্রায় বিলুপ্তির পথে গ্রামীণ খেলাধূলা ইএসডিও’র কার্যালয়ে তথ্য সংগ্রহে গেলে লাঞ্চিত ৩ সাংবাদিক; থানায় অভিযোগ শহীদ আবুল কাশেম-এঁর ৫৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ রেলওয়ের গণশুনানিতে অভিযোগ; তদন্ত কমিটি গঠন জন প্রতিনিধিবৃন্দের সাথে- বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশ যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বইছে নির্বাচনী হাওয়া

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বইছে নির্বাচনী হাওয়া

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২১ (২০২১-২০২৩) উপলক্ষে লালমনিরহাটের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এখন প্রতিটি চায়ের দোকানে চা চুম্বনের সঙ্গে টেবিল টকে পরিণত হয়েছে এ নির্বাচন। প্রার্থীরা ও তাদের অনুসারী-সমর্থক ব্যবসায়ীদের নিয়ে জনসংযোগে নেমে পড়েছেন।

 

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৮টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ১৫জন, সহ-সভাপতি ১জন, সিনিয়র সহ-সভাপতি ১জন ও সভাপতি ১জন রয়েছে। তফসিল অনুযায়ী গত ২০ অক্টোবর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবিসহ ও অন্যান্য কাগজাদিসহ জমাদানের শেষ তারিখ। গত ২১ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, গত ২৫ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, গত ২৭ অক্টোবর আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, গত ৩০ অক্টোবর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, গত ২৬ নভেম্বর থেকে গত ২৭ নভেম্বর পর্যন্ত পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ, আগামীকাল ৩০ নভেম্বর পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল, আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, আগামী ৩ ডিসেম্বর আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, আগামী ৪ ডিসেম্বর বৈধ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, আগামী ৫ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, আগামী ৬ ডিসেম্বর চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন, ভোট গণনা ও ফলাফল প্রকাশ, আগামী ১৯ ডিসেম্বর নির্বাচন ফলাফলের বিরুদ্ধে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, নির্বাচিত পরিচালকদের চুড়ান্ত ফলাফল প্রকাশ, আগামী ২০ ডিসেম্বর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের মনোনয়নপত্র বাছাই, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের মনোনয়নপত্র প্রত্যাহার, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ হবে।

 

আরও জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে জেনারেল গ্রুপের পরিচালক ১২জন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক ৬জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন।

 

এখানে জেনারেল গ্রুপে মোট ভোটার সংখ্যা ৫শত ৩৪জন ও এসোসিয়েট গ্রুপে মোট ভোটার সংখ্যা ৪শত ৫১জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone