শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার অধিক ভাঙ্গন কবলিত ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ আগামী মার্চের মাঝামাঝি শুরু করা হবে-পানি সম্পদ উপদেষ্টা সামাজিক বনায়নের সুবিধাভোগীরা গাছ বিক্রির লভ্যাংশের পরিবর্তে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থ পাবেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা লালমনিরহাটে বিলুপ্তির পথে মান্দার ফুল লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান এম এ মজিদ-এঁর ইন্তেকাল লালমনিরহাটের অন্যতম সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি ডাঃ আবুল মহসিন প্রামাণিক দুই দিনের সফরে রংপুরে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা এক দিনের সফরে রংপুরে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় কলেজ শিক্ষক ডিবি হেফাজতে লালমনিরহাটে প্রবীণ হিতৈষী সংঘের বার্ষিক সাধারণ সভা, বার্ষিক বনভোজন ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত লালমনিরহাটে শিমুল গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বইছে নির্বাচনী হাওয়া

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বইছে নির্বাচনী হাওয়া

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২১ (২০২১-২০২৩) উপলক্ষে লালমনিরহাটের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এখন প্রতিটি চায়ের দোকানে চা চুম্বনের সঙ্গে টেবিল টকে পরিণত হয়েছে এ নির্বাচন। প্রার্থীরা ও তাদের অনুসারী-সমর্থক ব্যবসায়ীদের নিয়ে জনসংযোগে নেমে পড়েছেন।

 

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৮টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ১৫জন, সহ-সভাপতি ১জন, সিনিয়র সহ-সভাপতি ১জন ও সভাপতি ১জন রয়েছে। তফসিল অনুযায়ী গত ২০ অক্টোবর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবিসহ ও অন্যান্য কাগজাদিসহ জমাদানের শেষ তারিখ। গত ২১ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, গত ২৫ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, গত ২৭ অক্টোবর আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, গত ৩০ অক্টোবর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, গত ২৬ নভেম্বর থেকে গত ২৭ নভেম্বর পর্যন্ত পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ, আগামীকাল ৩০ নভেম্বর পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল, আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, আগামী ৩ ডিসেম্বর আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, আগামী ৪ ডিসেম্বর বৈধ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, আগামী ৫ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, আগামী ৬ ডিসেম্বর চুড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন, ভোট গণনা ও ফলাফল প্রকাশ, আগামী ১৯ ডিসেম্বর নির্বাচন ফলাফলের বিরুদ্ধে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, নির্বাচিত পরিচালকদের চুড়ান্ত ফলাফল প্রকাশ, আগামী ২০ ডিসেম্বর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের মনোনয়নপত্র বাছাই, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের মনোনয়নপত্র প্রত্যাহার, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ হবে।

 

আরও জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে জেনারেল গ্রুপের পরিচালক ১২জন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক ৬জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন।

 

এখানে জেনারেল গ্রুপে মোট ভোটার সংখ্যা ৫শত ৩৪জন ও এসোসিয়েট গ্রুপে মোট ভোটার সংখ্যা ৪শত ৫১জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone