শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরালটি কাপর দিয়ে ঢেকে দেওয়ায় সনাকের তীব্রনিন্দা ও প্রতিবাদ লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন চরের স্কুলে নিম্নমানের উপকরণ ব্যবহারে চলছে ওয়াশ ব্লক নির্মাণ! লালমনিরহাটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমনিরহাটের এম মিজানুর রহমান লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ লালমনিরহাটের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মরহুম মোফাখখারুল ইসলাম মজনু’র স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে ১৭টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ৭জন, বিদ্রোহী ৪জন ও স্বতন্ত্র প্রার্থী ৫জন জয় এবং ভোট ড্র ১টি

লালমনিরহাটে ১৭টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের ৭জন, বিদ্রোহী ৪জন ও স্বতন্ত্র প্রার্থী ৫জন জয় এবং ভোট ড্র ১টি

আলোর মনি রিপোর্ট: তৃতীয় পর্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট জেলার ২টি (লালমনিরহাট সদর ও কালীগঞ্জ) উপজেলার ১৭টি ইউনিয়ন ৪জন স্বতন্ত্র ৫টিতে চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

রোববার (২৮ নভেম্বর) রাতে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান
বেসরকারী ভাবে এ ঘোষণা দেন।

 

এদিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের নির্বাচনী ফলাফল অজ্ঞাত কারণে বিলম্ব হওয়ায় মোস্তফি বাসস্ট্যান্ড এলাকার রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ রশিদ সরকার টোটনের সমর্থকরা। এ সময় তারা দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। একটানা প্রায় ৩ঘন্টা অবরোধ থাকায় জাতীয় মহাসড়কের দুই ধারে বাস-ট্রাকসহ কয়েক শত যানবাহন আটকা পড়ে। পরে ফলাফল ঘোষণা হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

 

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান (নৌকা), কুলাঘাট ইউনিয়নে মোঃ ইদ্রিস আলী (আনারস), মহেন্দ্রনগর ইউনিয়নে মোঃ আঃ মজিদ (আনারস) প্রতীক, হারাটি ইউনিয়নে মোঃ সিরাজুল হক খন্দকার (নৌকা), খুনিয়াগাছ ইউনিয়নে এ এস এম খায়রুজ্জামান মন্ডল (ঘোড়া), রাজপুর ইউনিয়নে মোঃ মোফাজ্জাল হোসেন (নৌকা), গোকুন্ডা ইউনিয়নে মোঃ আঃ রশিদ সরকার টোটন (আনারস), পঞ্চগ্রাম ইউনিয়নে মোঃ গোলাম ফারুক বসুনিয়া (নৌকা), বড়বাড়ী ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান হবি (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মদাতী ইউনিয়নে জাহাঙ্গীর আলম বিপ্লব (মোটর সাইকেল), তুষষভান্ডার ইউনিয়নে নুর ইসলাম আহমেদ (নৌকা), কাকিনা ইউনিয়নে তাহির তাহু (নৌকা), দলগ্রাম ইউনিয়নে ইকবাল হোসেন (আনারস), ভোটমারী ইউনিয়নে ফরহাদ হোসেন (মোটর সাইকেল), গোড়ল ইউনিয়নে নুরল আমিন (মোটর সাইকেল), চলবলা ইউনিয়নের মিজানুর রহমান মিজু (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

এদিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব (নৌকা) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) পেয়েছেন ৮হাজার ৯শত ৪০ভোট। ফলে ওই ইউনিয়নের ফলাফল ভোট ড্র ঘোষণা করা হয়।

 

কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক স্ংবাদিকদের জানান, দুই চেয়ারম্যান প্রার্থী সমান ভোট পাওয়ায় ইউনিয়নে ভোট ড্র ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone