শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে চাষিরা মাচায় পানি কুমড়া চাষে ঝুঁকে পড়েছেন লালমনিরহাটে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে- আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দুর্নীতি মুক্ত দেশ গড়তে আমরা আপনাদের সহযোগিতা চাই-লালমনিরহাটের গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন লালমনিরহাটে শিক্ষার্থীদের দাবী উপেক্ষা করে জোরপূর্বক স্কুল মাঠে বসানো হচ্ছে হাট-বাজার! লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে দুদকের গণশুনানি সোমবার আনারস চাষে ঝুঁকছেন লালমনিরহাটের চাষিরা! লালমনিরহাটের ধরলায় ডুবে শিশুর মৃত্যু সংস্কার ও খুনিদের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নিবে না-লালমনিরহাটের বিশাল জনসভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
লালমনিরহাটে স্ত্রী উদ্ধারের মামলা করলেন স্বামী!

লালমনিরহাটে স্ত্রী উদ্ধারের মামলা করলেন স্বামী!

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল লালমনিরহাটে স্ত্রী উদ্ধারের মামলা করলেন স্বামী। এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামে।

 

মামলা সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামের মৃত আব্দুস ছোবাহানের পুত্র মোতালেব হোসেন (৩৯) একই এলাকার বিনয় কৃষ্ণ রায়ের কন্যা মোছাঃ লুনা বেগম (পূর্ব নাম- দিপিকা রাণী) (২৫) এর সহিত ০৮/০৩/১৭ইং তারিখে নোটারী পাবলিকের কার্য্যালয়, রংপুর ১৭৮৮/১৭ নম্বর এফিডেভিট মুলে মুসলমান হয়ে তার ঘোষণা প্রদান করেন। এবং ঐ দিনেই মোতালেব হোসেন এর সহিত ১৭৮৯/১৭ইং এফিডেভিট মুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে উক্ত বিবাহের ঘোষণা প্রদান করেন। ০৮/০৩/১৭ইং তারিখ হইতে উভয়ে স্বামী-স্ত্রী হিসাবে ৪বৎসর ৭মাস স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার করেন এবং লুনা বেগমকে স্ত্রী হিসাবে লেখাপড়া করে অনার্স পাশ করান।

 

মোতালেব হোসেন বলেন, লুনার মুসলমান হওয়া ও আমার (মোতালেব) এর সাথে বিবাহেব সম্মতি ছিল লুনার বাবা বিনয় কৃষ্ণ রায় সে সুবাধে লুনার গরীব বাবা-মাকেও আর্থিক ভাবে সাহায্য সহযোগীতা করি, লুনার বাবা গরীব হওয়ায় তার বোন শ্রীমতি হিরা রাণী বিবাহের যৌতুক হিসাবে হিরার ও তার স্বামী শ্রী পরিতোষ বর্মণকে নিজ নামিও ১৭শতক জমি ও নগদ ২লক্ষ টাকা প্রদান করেন বলে জানান লুনার স্বামী মোতালেব।

 

মোতালেব হোসেন আরও বলেন, স্ত্রী লুনা বেগমের নামে আরডিআরএসে প্রতি মাসে ৩হাজার ও সীমান্ত ব্যাংকে প্রতি মাসে ১হাজার টাকা করে মোট ৪হাজার টাকা ডিপোজিট করেন। লুনা বেগমের নামে ৫বৎসরে আজ প্রায় ২লক্ষ টাকা জমা হয়।

 

আজ প্রায় ১মাস মোছাঃ লুনা বেগমে ইচ্ছার বিরুদ্ধে মামলার ১নং আসামী শ্রী পরিতোষ বর্মণ (৩৮) তার মীরবাগের গোপাল গ্রামের বাড়িতে জোর পূর্বক আটকে রেখেছে বলে বাদী ও শ্রী পরিতোষ বর্মণের এলাকাবাসী সূত্রে জানা যায়।

 

এ ব্যাপারে মোতালেব হোসেন বাদী হয়ে গত ২৭/০৯/২০২১ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, লালমনিরহাট এ নারী ও শিশু নির্যাতন আইনে পিটিশ মামলা দায়ের করেন। যাহার পিঃ নং ৮০/২১ যাহা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone