শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কিশোরী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সম্ভাবনা ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা তারুণ্যের ভাবনা অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে নয়নাভিরাম ফুল “কচুরিপানা” তিস্তা নদীর তীরে মশাল প্রজ্জ্বলন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলন চলমান বিভিন্ন ঘটনা নিয়ে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ কালবেলা ৩য় পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত
লক্ষ্মী প্রতিমা রাস্তার মোড়ে ভেঙ্গে রাখায় থানায় অভিযোগ

লক্ষ্মী প্রতিমা রাস্তার মোড়ে ভেঙ্গে রাখায় থানায় অভিযোগ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুড়া (দেবদেবীরহাট)র দক্ষিণ পার্শ্বে তিনমাথা রাস্তার মাঝখানে সুসজ্জিত লক্ষ্মী প্রতিমা কে বা কাহারা ভেঙ্গে রেখেছে।

 

জানা গেছে, বুধবার (৪ আগস্ট) এস সাধন রায় নামের ফেসবুক অ্যাকাউন্টে লক্ষ্মী প্রতিমা ভাঙ্গা ছবি ভাইরাল হয়েছে।

 

খোঁজ নিয়ে দেখা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুড়া (দেবদেবীরহাট)র দক্ষিণ পার্শ্বে তিনমাথা রাস্তায় কে বা কাহারা একটি লক্ষ্মী প্রতিমা ভেঙ্গে রেখে যায়। এস সাধন রায় ছবিগুলো তার ফেসবুকে পোস্ট করে। এই ছবিগুলো পোস্টের পর পরেই মুহুর্তে শত শত গ্রামবাসী তিন রাস্তার মোড়ে ভাঙ্গা প্রতিমাটি দেখতে ভীড় জমায়। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

 

এদিকে বুধবার (৪ আগস্ট) রাতে বিশ্বনাথ রায় (৫৭) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ০৩/০৮/২০২১ইং তারিখে প্রতিদিনের ন্যায় ঠাকুর ভক্তি করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ০৪/০৮/২০২১ইং তারিখ সকাল ৮:০০ঘটিকার দিকে আমার ছোট ভাই শ্রী কৃষ্ণ চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি শেফালী রাণী বাড়ির বাহিরে উঠানের লক্ষ্মী প্রতিমাকে পূজা দেয়ার জন্য গিয়ে দেখতে পান মন্দিরে লক্ষ্মী প্রতিমাটি নেই। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া ডাকিলে আমি, আমার স্ত্রী, আমার সন্তানসহ সকলে গিয়ে দেখতে পাই ঠাকুর ঘরের দরজা খোলা ও ঘরের ভিতরে লক্ষ্মী প্রতিমাটি নেই। অনেক লোকজনকে ঘটনার বিষয়ে জানিয়ে আমার হারিয়ে যাওয়া প্রতিমাটি খুঁজতে থাকি। কিছুক্ষণ পর লোকমুখে শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি আমার বাড়ির পশ্চিম পাশে অনুমানিক ৫শত গজ দূরে দেবদেবীরহাটের দক্ষিণ পাশে তিন মাথা রাস্তার মাঝ খানে কে বা কাহারা আমার লক্ষ্মী প্রতিমাটি ভেঙ্গে ফেলে রেখেছে। পরবর্তিতে রাত্রি ৮:০০ঘটিকায় ভাঙ্গা লক্ষ্মী প্রতিমাটি আমার ছেলে মন্দিরে নিয়ে গিয়ে রাখেন। উক্ত ঘটনার কারনে আমার পরিবারের লোকজন, এলাকাবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীরা মর্মাহত ও ভীষণ আতংকিত।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone