শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে কাব হলিডেতে “শেখ হাসিনার” সাক্ষরযুক্ত সনদ বিতরণ লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র উন্নয়ন ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে শোভাবর্ধন করেছে জবা ফুলগাছ লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার লালমনিরহাটের সাংবাদিকের পিতা মরহুম আফজাল হোসেনের কবর জিয়ারত অনুষ্ঠিত লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত রোপা-আমন ধান ও সবজি ক্ষেত লালমনিরহাটে কোদালখাতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন, সুষ্ঠ তদন্তের দাবি
লালমনিরহাটের কাকিনায় প্রতিদিনই বসছে মাছের পোনার হাট

লালমনিরহাটের কাকিনায় প্রতিদিনই বসছে মাছের পোনার হাট

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা গ্রামে প্রতিদিনই বসছে মাছের পোনার হাট। স্থানীয় খামারে বাণিজ্যিকভাবে উৎপাদিত পোনা বিক্রি হয় এই হাটে।

 

প্রতিদিন বিক্রির পরিমাণ প্রায় ৫০লাখ টাকা। যা এলাকায় বেকারত্ব ঘোচানোর পাশাপাশি, আর্থিক স্বচ্ছলতা এনে দিয়েছে পরিবারগুলোর মাঝে।

 

লালমনিরহাট জেলার বেশির ভাগ মৎস্য চাষী এক সময় মাছের পোনা সংগ্রহে চরম বিড়ম্বনায় পড়তো। কিন্তু, এখন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা গ্রামেই দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সবচেয়ে বড় মাছের পোনার হাট হওয়ায় এই সমস্যার সমাধান হয়েছে।

 

লালমনিরহাট জেলার ৬শত ৪৮টি মৎস্য নার্সারি পুকুর (খামার) এ চাষ করা হচ্ছে রুই, কাতলা, সিলভার কাপ, তেলাপিয়া, মৃগেল, কই ও পুটিসহ ১১টি প্রজাতির পোনা মাছ। আর উৎপাদিত এসব পোনা  বিক্রয় হচ্ছে কাকিনা হাটে।

 

দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও মৎস্য চাষীরা কম দামে কিনে নিয়ে যাচ্ছেন এসব পোনা। প্রতিদিন এই হাটে ৫০লাখ টাকার পোনা বিক্রি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

পোনা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের মধ্যে এমন পোনার হাট আর কোথাও নেই। সব ধরনের মাছের পোনা এই হাটে সস্তায় পাওয়া যায় বলেও জানিয়েছেন তারা।

 

বর্তমানে এই পোনা হাটে ৫হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। আর আর্থিকভাবে লাভবান হওয়ায় খুশি পোনা উৎপাদনকারীরাও।

 

মাছ চাষীরা জানান, আর্থিকভাবে লাভবান হওয়ায় মাছ চাষে, ঝুঁকছেন তারা।

 

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, হাটটিতে প্রতি অর্থ বছরে প্রায় ৩কোটি ৭৬লক্ষ ৫২হাজার টাকার পোনা মাছ বিক্রয় হয়।

 

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় মৎস্য চাষির সংখ্যা ১৩হাজার ৫শত ৭৭জন, মৎস্যজীবীর সংখ্যা ৭হাজার ৩শত ১৬জন, মৎস্য হ্যাচারির সংখ্যা সরকারি ১টি, বেসরকারি ৯টি, মৎস্য নার্সারি পুকুরের সংখ্যা ৬শত ৪৮টি, মৎস্য বাজারের সংখ্যা ১শত ২৪টি, বরফকলের সংখ্যা ৬টি, মৎস্য আড়তের সংখ্যা ১০টি, মৎস্য পোনা ব্যবসায়ীর সংখ্যা ৬শত ১২টি।

 

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, পুকুরের সংখ্যা সরকারি ৯৬টি, বেসরকারি ২০হাজার ৬শত ৯৬টি, বিলের সংখ্যা ৫৫টি, প্লাবনভূমির সংখ্যা ৯৮টি, খালেরর সংখ্যা ২৬টি, নদীর সংখ্যা ৮টি, ধান ক্ষেতের সংখ্যা ৩হাজার ৬শত ১০টি, বরোপিটর সংখ্যা ৮৮টি, পেন ও অন্যান্যর সংখ্যা ১০টি।

 

এদিকে লালমনিরহাট জেলার বাৎসরিক মাছের চাহিদা ২৮৫৮৪.৯৩মেট্টিক টন, উৎপাদন ১৮৪৬০.০০মেট্টিক টন, ঘাটতি ১০১২৪.৯৩মেট্টিক টন।

 

লালমনিরহাট জেলার বাৎসরিক রেণুর চাহিদা ৬৬৮২.৫কেজি, রেণুর উৎপাদন ৫হাজার ২শত ৬০কেজি, ঘাটতি ১হাজার ৪শত ২২কেজি।

 

লালমনিরহাট জেলার বাৎসরিক পোনার (৪-৬ইঞ্চি) চাহিদা ১৬৩০.০০মেট্টিক টন, উৎপাদন ১৫১৩.১৩মেট্টিক টন, ঘাটতি ১১৬.৮৭মেট্টিক টন।

 

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, পোনার গুণগত মান রক্ষায় পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা থাকলে উক্ত হাটের পোনা ক্রয় করে মৎস্য চাষীরা লাভবান হবে।

 

সংশ্লিষ্টরা মনে করেন, পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পেলে পোনা মাছের এ হাট এই অঞ্চলের বেকারত্ব দূর করতে বিশেষ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone