শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে কাব হলিডেতে “শেখ হাসিনার” সাক্ষরযুক্ত সনদ বিতরণ লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র উন্নয়ন ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে শোভাবর্ধন করেছে জবা ফুলগাছ লালমনিরহাটে হত্যা মামলায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার লালমনিরহাটের সাংবাদিকের পিতা মরহুম আফজাল হোসেনের কবর জিয়ারত অনুষ্ঠিত লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত রোপা-আমন ধান ও সবজি ক্ষেত লালমনিরহাটে কোদালখাতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন, সুষ্ঠ তদন্তের দাবি
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে লালমনিরহাট পৌরসভায় কঠোর বিধি-নিষেধ আরোপ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে লালমনিরহাট পৌরসভায় কঠোর বিধি-নিষেধ আরোপ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টা হতে শুক্রবার (২ জুলাই) রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধি-নিষেধ চলবে। বৃহস্পতিবার (২৪ জুন) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর। লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু বাড়ায় বিধি-নিষেধ আরোপ করা হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধি-নিষেধের কারণে লালমনিরহাট সদর পৌর এলাকায় সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। পৌর এলাকায় সবধরনের অফিস-আদালত, শপিংমল, মার্কেট, দোকানপাট, রেস্টুরেন্ট, পর্যটনস্থল, বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

বিধি-নিষেধ চলাকালে পৌর এলাকায় এনজিও’র কিস্তি আদায় কার্যক্রম, সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় গণজমায়েত বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর-সংস্থাসমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদপত্র, জরুরি সেবা, কৃষি ও খাদ্য পরিবহন, ত্রাণ কার্যক্রম, এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

 

কেউ এই কঠোর বিধি-নিষেধের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর সাংবাদিকদের বলেন, জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বিষয়ে পর্যালোচনায় পরিলক্ষিত হয় লালমনিরহাট পৌরসভায় সবচেয়ে বেশি সংক্রমিত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই সার্বিক বিবেচনা করে কারিগরি কমিটির সুপারিশে আমরা ৭দিনের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছি। এ আদেশ বাস্তবায়নের জন্য ২৬ জুন শনিবার সকাল ৬টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবেন।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন সাংবাদিকদের বলেন, আগে জীবন পরে জীবিকা। করোনা সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে। পৌরবাসীকে সাময়িক কষ্ট হলেও এই আদেশ মেনে চলার অনুরোধ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone