বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত

অাদিতমারী প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীরা নানান অনিয়মে নিমজ্জিত

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ১৬৯ বার পড়া হয়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার অাদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীরা সিমেনের দাম বেশি নেয়াসহ নানান অনিয়মে নিমজ্জিত।

অনেকটা নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে অাদিতমারী প্রাণিসম্পদ অফিস। এই অফিসের বর্তমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন। সম্প্রতি একটি বিল্ডিং করা হয়। নিম্নমানের সামগ্রীর কারণে উপরের কর্মকর্তারা সেটি ভেঙ্গে ফেলার নির্দেশ দিলে তা ভেঙ্গে ফেলা হয়।

 

কিছুদিন অাগে সজল নামের একজন গরুপালকের গরু অসুস্থ হয়। সজল এবং তার বাবা ভেটেরিনারি সার্জনকে ৫/৭দিন মোবাইল ফোনে কল দেন। তিনি কল রিসিভ করেন নি। অবশেষে গরুটি কয়েকদিনের মৃত্যু যন্ত্রণা নিয়ে মারা যায়।

 

উপজেলার বড়াবাড়ি গ্রামের অাব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, তিনি দুইদিন ভেটেরিনারি সার্জনকে ডেকেছিলেন। ২কিলোমিটার রাস্তা মোটর সাইকেলে অফিস টাইমে (দুপুর ১টা) গিয়েছিলেন। গরুর খামারীকে ভিজিট দিতে হয়েছে ৫শত টাকা।পরদিন ডাকার পর ভিজিট দিয়েছিলেন ৪শত টাকা। তাতে তিনি নারাজ হয়ে গরুর খামারীকে বেশ কিছু কথা শুনিয়েছেন।

 

উপজেলা ডেইরী মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমানের বাড়ি প্রাণিসম্পদ অফিসের সামনে।

 

মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, অফিস থেকে হেলালকে (স্বেচ্ছাসেবি পিয়ন) ডেকে নেন। গরুর সিমেন দেয়ার জন্য হেলালকেও দিতে হয় ৩শত টাকা। কিন্তু গরুটি গত দের বছর থেকে কনসেপ্ট করেনি। অথচ ২০ থেকে ২৫দিন অন্তর অন্তর সিমেন দিতে হচ্ছে।

 

খামারী ভেদে ৩শত থেকে ৫শত টাকা নিচ্ছে। অথচ গরুর সিমেনের সরকারি মূল্য ৩০টাকা।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102