আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: প্রফিট ফাউন্ডেশনের অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি মোতাহারা বেগমের সভাপতিত্বে সভার কাজ শুরু করেন। এ সময় বর্তমান প্রেক্ষাপট কোভিড-১৯, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নারী ও শিশু সহিংসতা প্রতিরোধ, মাদক ও ধুমপান প্রতিরোধ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বৃক্ষরোপণ এবং কোরবানী কর্মসূচি গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পিএফের নির্বাহী পরিচালক ও সাংবাদিক নুরুজ্জামান আহমেদ, প্রোগ্রাম অফিসার শাহনাজ বেগম, ভলান্টিয়ার রেদোয়ান ইসলাম রনি, স্বাধীন ইসলাম প্রমুখ। এ সময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।