লালমনিরহাটে আলু সংরক্ষণের হিমাগার আছে ৯টি। যেখানে সংরক্ষণ করা যায় মাত্র ৯লক্ষ ৯০হাজার ৫শত ১৫বস্তা আলু। পাইকারি ও খুচরা বিক্রয়ের জন্য হিমাগার থেকে প্রতিদিন খালি হচ্ছে আলুর বস্তা!
মঙ্গলবার (১৩ আগস্ট) লালমনিরহাট জেলা হিমাগার মালিক সমিতির সভাপতি মোঃ মোকছেদুর রহমান স্বাক্ষরিত লালমনিরহাট জেলা হিমাগার মালিক সমিতি কর্তৃক আলু সংরক্ষণ ও ডেলিভারি হিসাব নিম্নরূপ- শাহান হিমাগার লি: এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ১,৬৫,৮০৮, ডেলিভারি আলুর বস্তার পরিমান ৪৫,৪৫২, খাবার আলু (বস্তা) ৫০,৩৫৬, বীজ আলু (বস্তা) ৭०,०००, মোট অবশিষ্ট (বস্তা) ১,২০,৩৫৬।
টোটাল এগ্রো এন্ড একোয়া কালচার লিঃ এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ১,৫৯,১৪৮, ডেলিভারি আলুর বস্তার পরিমান ৫২,৩২৬, খাবার আলু (বস্তা) ৭১,৮২২, বীজ আলু (বস্তা) ৩৫,০০০, মোট অবশিষ্ট (বস্তা) ১,০৬,৮২২।
তিস্তা হিমাগার লি: এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ৯৭,৭২২, ডেলিভারি আলুর বস্তার পরিমান ৩৮,৭৩৩, খাবার আলু (বস্তা) ৪৪,৯৮৯, বীজ আলু (বস্তা) ১৪,০০০, মোট অবশিষ্ট (বস্তা) ৫৮,৯৮৯।
কৃষক হিমাগার লি: এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ৫৯,৬২৬, ডেলিভারি আলুর বস্তার পরিমান ১৫,৫৩৫, খাবার আলু (বস্তা) ১৪,০৯১, বীজ আলু (বস্তা) ৩০,০০০, মোট অবশিষ্ট (বস্তা) ৪৪,০৯১।
ফজল কোল্ড ষ্টোরেজ (প্রা:) লি: সংরক্ষিত আলুর বস্তার পরিমান ১,৬০,০০০, ডেলিভারি আলুর বস্তার পরিমান ৬০,২৯২, খাবার আলু (বস্তা) ৫৭,২০৮, বীজ আলু (বস্তা) ৪২,৫০০, মোট অবশিষ্ট (বস্তা) ৯৯,৭০৮।
মোস্তফি স্পেশালাইজড হি: লি: এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ৬৯,৫০০, ডেলিভারি আলুর বস্তার পরিমান ২৫,৩৬৭, খাবার আলু (বস্তা) ৯,১৩৩, বীজ আলু (বস্তা) ২৫,০০০, মোট অবশিষ্ট (বস্তা) ৩৪,১৩৩।
মোতাহার হিমাগার লি: এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ৫৪,৮৪৩, ডেলিভারি আলুর বস্তার পরিমান ১৩,৩২৩, খাবার আলু (বস্তা) ১৫,২০০, বীজ আলু (বস্তা) ২৬,৩২০, মোট অবশিষ্ট (বস্তা) ৪১,৫২০।
আলহাজ্ব আবুল কাশেম হিমাগার লি: এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ১,৩৯,০০০, ডেলিভারি আলুর বস্তার পরিমান ২১,৫০০, খাবার আলু (বস্তা) ৭৭,৫০০, বীজ আলু (বস্তা) ৪০,০০০, মোট অবশিষ্ট (বস্তা) ১,১৭,৫০০।
আলী ফ্রুটস এন্ড ভেজিটেবলস কোল্ড ষ্টোরেজ এ সংরক্ষিত আলুর বস্তার পরিমান ৮৪,৮৬৮, ডেলিভারি আলুর বস্তার পরিমান ৩০,৩৬৫, খাবার আলু (বস্তা) ২৪,৫০৩, বীজ আলু (বস্তা) ৩০,০০০, মোট অবশিষ্ট (বস্তা) ৫৪,৫০৩।
তিনি আরও জানান, এ ৯টি হিমাগারে সংরক্ষিত আলুর বস্তার পরিমান ৯,৯০,৫১৫, ডেলিভারি আলুর বস্তার পরিমান ৩,০২,৮৯৩, খাবার আলু (বস্তা) ৩,৬৪,৮০২, বীজ আলু (বস্তা) ৩,১২,৮২০, মোট অবশিষ্ট (বস্তা) ৬,৭৭,৬২২।