লালমনিরহাটে এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী লালমনিরহাট (দিনাজপুর বোর্ড)র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী লালমনিরহাট (দিনাজপুর বোর্ড)র ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাটের মিশন মোড় গোল চত্ত্বর হয়ে মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য যে, আমাদের দাবি সমূহঃ দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না এই পরিস্থিতিতে পরীক্ষা হলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। এইচএসসি এর পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক কোনো বোর্ড পরীক্ষা ৫/৬মাস ধরে চলতে পারে না।