শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
আজ চালু হচ্ছে বুড়িমারী-ঢাকা-বুড়িমারী বাণিজ্যিক ট্রেন সার্ভিস

আজ চালু হচ্ছে বুড়িমারী-ঢাকা-বুড়িমারী বাণিজ্যিক ট্রেন সার্ভিস

আজ মঙ্গলবার (১২ মার্চ) বুড়িমারী-ঢাকা-বুড়িমারী রুটে নতুন আন্তঃনগর বাণিজ্যিক ট্রেন সার্ভিস “বুড়িমারী এক্সপ্রেস”-এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে চালু হচ্ছে। এই ট্রেন সার্ভিস উদ্বোধনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১২ই মার্চ সকাল ১১টায় বুড়িমারী রেলওয়ে স্টেশনে “বুড়িমারী এক্সপ্রেস” ট্রেনের উদ্বোধন করা হবে।

 

শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

 

উদ্বোধনের দিনই বুড়িমারী-ঢাকা-বুড়িমারী রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এ ট্রেন সার্ভিস চালুর মাধ্যমে লালমনিরহাটবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে।

 

রেলওয়ে সূত্রে জানা যায়, বুড়িমারী এক্সপ্রেস ‘খ’ শ্রেণির আন্তঃনগর ট্রেন, যার নম্বর হচ্ছে ৮০৯/৮১০। বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮০৯) ঢাকা স্টেশন থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে এবং লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০মিনিটে। এরপর ট্রেনটি লালমনিরহাট স্টেশনে লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটের ৪৫৫ নম্বর ট্রেনের সঙ্গে যুক্ত হবে। ট্রেনটি ৬টা ৫০মিনিটে লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ৪০মিনিটে। অন্যদিকে বুড়িমারী কমিউটার (৪) ট্রেনটি বুড়িমারী স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে রাত ৮টা ২৫মিনিটে। লালমনিরহাট স্টেশনে ট্রেনটি যুক্ত হবে বুড়িমারী এক্সপ্রেস (৮১০) ট্রেনের সঙ্গে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন ত্যাগ করবে রাত ৯টা ১০মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল ৭টায়। বুড়িমারী এক্সপ্রেসের ৮১০ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। অন্যদিকে বুড়িমারী এক্সপ্রেসের ৮০৯ নম্বর ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। ১৪ কোচের ট্রেনে মোট আসন থাকবে ৬৩৮/৬৫৩টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone