শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি সাহিত্যিকগণের মিলন মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে শীতার্ত, অসহায় দরিদ্রদের মাঝে- শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত লালমনিরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৫ এর জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত এক বেলা খাবারের আবেদন প্রসঙ্গে কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণকমিটির সদস্য সচিব এর প্রতিক্রিয়া লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সম্পত্তি ক্রোক করে বিজ্ঞপ্তি সংবলিত ব্যানার ঝুলাল প্রশাসন লালমনিরহাটে লিপিকা দত্ত এর দূর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট সাংবাদিককের দুই পা কর্তন! লালমনিরহাটের কৃষকেরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে! লালমনিরহাটে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট

বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট

Exif_JPEG_420

লালমনিরহাট কৃষি অঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তবে এবারের বন্যার পানিতে ডুবে থাকায় কয়েক হাজার হেক্টর জমির বিপুল পরিমান ফসল নষ্ট হয়েছে। এ কারনে সামনে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে কৃষকরা জানিয়েছে।

 

জানা যায়, তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, শিংগীমারী, সানিয়াজান, ত্রিমোহনী, সাকোয়া, মরাসতি নদী, ধোলাই, গিদারী, ছিনাকাটা নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। তবে বন্যার পানিতে ডুবে থাকায় কয়েক হাজার হেক্টর জমির বিপুল পরিমান রোপা আমন, বীজতলা, আউশ ও শাক সবজী ক্ষেত সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গেছে। এই ক্ষতির পরিমান আরও বাড়তে পারে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশঙ্কা প্রকাশ করেছে।

 

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্যায় লালমনিরহাট জেলার কয়েক হাজার হেক্টর রোপা আমন ক্ষেত রয়েছে। জেলার আমন ক্ষেতসহ শাক সবজী নষ্ট হওয়ার আগামী দিনে লালমনিরহাট জেলার এর বিরূপ প্রভাব পড়বে। এ কারনে কৃষকদের বিকল্প ব্যবস্থায় নষ্ট ফসলের জমিতে অন্য ফসল চাষাবাদের ব্যবস্থা করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে উদ্যোগ নিতে হবে।

 

লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষকরা জানান, এবার বন্যায় আমন, সবজি ক্ষেত পানিতে তলিয়ে পচে নষ্ট হয়েছে। সামনের দিনে কৃষকের কিভাবে চলবে তা নিয়ে ভেবে পাচ্ছেনা। সরকার যদি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে এগিয়ে না আসে তাহলে পথে বসতে হবে।

 

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্র জানায়, প্রাথমিক ভাবে প্রতিটি বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা থেকে পাঠানো ফসলের এই ক্ষতির পরিমানের হিসাব পাওয়া গেলেও তা বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা প্রনয়নের কাজ চলছে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় এবার রোপা আমন ও আউশ ধানের চাষাবাদ করা হয়েছে। এবারের বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone