লালমনিরহাটে “আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে সূচনা আইডিয়াল কিন্ডার গার্টেন-এঁর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা টাওয়ার মোড়স্থ সূচনা আইডিয়াল কিন্ডার গার্টেনের আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোদালখাতা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইয়াকুব আলী-এঁর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ আকবার আলী-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস ছালাম। এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্টীবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় কার্জী শিবু, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক রমেশ চন্দ্র রায়, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি এটিএম রশীদুল আলম প্রামাণিক, সদস্য সচিব সুলতান আহম্মেদ সোহেল, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব এম এরশাদুল হক, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ডাঃ অনীল চন্দ্র বর্মণ, সূচনা আইডিয়াল কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও পরিচালক আশীষ কুমার রায় প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদসহ সূচনা কিন্ডার গার্টেন এর শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১ হতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সূচনা আইডিয়াল কিন্ডার গার্টেনে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।