লালমনিরহাটে “শৃঙ্খলা, একতা, জনকল্যাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গেট সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংগঠন লালমনিরহাট জেলার আয়োজনে এ আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংগঠন লালমনিরহাট জেলার সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ জুলফিকার আলী-এঁর সভাপতিত্বে এ সময় অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংগঠন লালমনিরহাট জেলার সম্পাদক কর্পোরাল (অবঃ) আলম বাবু, কর্পোরাল রফিকুল ইসলাম রতন, ল্যাঃ কর্পোরাল (অবঃ) আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আফসার আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।