শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে ‘এ-‘ ও ‘বি’ গ্রেড পেয়ে এসএসসি পাশ করলো দুই দৃষ্টিহীন শিক্ষার্থী! লালমনিরহাটে বিমাতার বিরুদ্ধে অবশেষে আদালতে হত্যা মামলা করলেন ছেলে! লালমনিরহাটে সুপারি বাগানে সাথী ফসল চাষে বাড়তি আয়! লালমনিরহাটে অ্যাড. মতিয়ার রহমান-এঁর সংবর্ধনা অনুষ্ঠিত লালমনিরহাট শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় নির্মাণ সামগ্রী; দুর্ভোগে শহরবাসী! লালমনিরহাটে কচুর আবাদ বেড়েছে রেলপথ সংস্কারে অনিয়ম; তদন্তে দুদক! বিনা প্রতিদ্বন্দ্বিতায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন মোছাঃ লতিফা বেগম! লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়! লালমনিরহাট সদর উপজেলা ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত

সেই বাসী চাঁদ

:: জাকি ফারুকী ::
“বীফইটার জিন শক্ত প্রজাতির,
অনভ্যস্ত শরীর দুপেগ ভালোই রসায়ন সৃষ্টি করে।”

 

একদিন বিকেলে ধরলায় বেড়াতে গেলাম, সবুজ কর্ক এর বোতলে অর্ধেক জল অর্ধেক সেই তরল ঢেলে,
রওনা দিলাম।
মনে আছে সেদিন কে ছিলো সাথে?
জানিনি এতো কোমল সন্ধ্যায় চাঁদ উকি দেবে আকাশে, সেদিন পূর্নিমা।
মাঝি- আমাদের দুজনের মাখামাখি আর পেপসি খাওয়া দেখে,
মজাই পায়।
দরদাম ছাড়া অলস বিকেলে মোটা দামের কাষ্টমার,
একটু তো আনন্দ করবেই।

 

কি ভাইজান, আসেন চিপস্ খান।
দরকার হলে, নৌকাভিড়ায় চা খেয়ে আসেন ঘাটপার থেকে।

 

তুমি তখন, চুক চুক করে খেতে খেতে অনভ্যস্ত শরীরে ভালই দিয়েছিলে।
কখন সন্ধ্যা নেমেছে, আকাশে ঝলমলে এক পূর্নিমা চাঁদ,
তুমি, আমার গায়ে হেলান দিয়ে, তন্দ্রালু নেশায় ভরপুর,
জলের মাঝে চাঁদের প্রতিবিম্ব কাঁপছে,
তুমিও কাঁপছো, তারপর সেই উচ্চারন,
“দেখো চাঁদ ডুবে গেছে জলে”-
এমন অন্তহীন শব্দ আমি কখনো শুনিনি,
চাঁদ ডুবে আছে জলে,
চাঁদ কাঁপে জলে, কি শীতল,
কি অবাক করা স্মৃতি,
তুমি কি ভুলে গেছো?
আমি ভুলি নাই,
ভোলা যায়?
আমার প্রস্তানের বহুবছর পর তুমিও তখনো বেঁচে,
একদিন ধরলায় চাঁদ দেখো, বাড়ীর পাশেই তো ধরলা নদী,
কি অপরূপ!

 

২২/১২/২৩
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone