শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়ান্নর ভাষা সৈনিকের পুত্রের মৃত্যু! লালমনিরহাটে ফুটেছে নাগলিঙ্গম ফুল দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি এবং স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা! টেবিল টক হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ লিয়াকত হোসেন (কাপ-পিরিচ) প্রতীকে বিজয়ী! পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে বিজয়ী! রেলপথ সংস্কার প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে লালমনিরহাটে দুদক! চলছে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন আজ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

ফিরে যেতে ইচ্ছে করে

:: ডা. জাকি ফারুকী ::
কেন যেনো মন চায়
ফিরে যাই,
সেইখানে,
যেখানে হেমন্তের সকালে ঘুম জেগে
দুরের ধান ক্ষেতের ধুসর কুয়াশায়
চোখ পড়ে যেতো।
একটা অবাক করা দিন শুরু হতো,
চঞ্চল পাখিদের কলকাকলিতে।

 

এখন জানালা খুলতেই পারিনা।
শীত ঢুকে ভাসাতে চায়, বিছানা বালিশ
গৃহস্থালী, পাখির ডাকের সাথে
বহুদিন যোগাযোগ নেই।
প্রতিদিন সকালে সিদ্ধ ডিমের হলুদ কুসুম
আলগোছে দরজা খুলে,
ছুঁড়ে মারি সবুজ ঘাসের দিকে,
কোন পাখি প্রতিদিন এসে খেয়ে চলে যায়
ওদের দেখা পাইনা।

 

সেদিন একটা ঘুঘু এসে বারান্দার রেলিং এ বসলো।
একটু সময় পেতাম যদি ছবি তোলার!
কই সময় দেয়।
জানালার কাঁচের ভিতর থেকে তাকানো মানুষটার সাথে চোখাচোখি হতেই উড়ান দেয়।

 

জীবন সময় দেয় না।
সময় দেবেনা বলেই, হেঁটে চলে এলাম সত্তরের উঠোনে
কেমন ঋজু পায়ে,
সেই সব হেমন্তের সকাল পিছে পড়ে থাকলো,
সেই সব পাখিরা,
সেই সব কর্মময় সকাল দুপুর বিকেল
সন্ধ্যার আড্ডা,
আলগোছে বেনসন সিগারেট ফুঁকে
কবীর ভাইয়ের ক্লান্ত চোখ, সঙ্গীহীন।
ঘটি কর্নারের সব উৎসুক চোখে
ছড়ানো মাদকতা, সেই সব সময়
পিছনের থেকে ডাক দিই,
তুমি-তোমরা-তোমাদের
সবার আর সময় হবেনা
একসাথে আসার,
যে সময় চলে যায় তা আর ফেরে না।

 

২৩/১০/২৩ নিউজার্সি, আমেরিকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone