হেলাল হোসেন কবির: সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেবা নীড় পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় ২টি ডিজিটাল ঘড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
ঘড়ি বিতরণ করেন সেবা নীড়ের সহকারী পরিচালক তানভীর রানা, লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ মিজান, লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন কমিটির সভাপতি খাইরুল কবির। এ সময় খাতাপাড়া দোলাবাড়ী মডেল নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মোঃ রুহুল আমিন, হাফেজ মোঃ রকিবুজ্জামান উপস্থিত ছিলেন।