লালমনিরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের থানা রোডস্থ আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম-ঢাকার সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি এ, বি, এম মাহফুজার রহমান, আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও আজীবন সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন। এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১শতজন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।