শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ; কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত আজ লালমনিরহাট মুক্ত দিবস শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব ও শ্রীমন্দির উদ্বোধন অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সামসুল হক-এঁর ইন্তেকাল শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত অসহায়, অতি-দরিদ্র, রোগাক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত
“যেখানে মিলে গেছে ভালোলাগার সীমান্ত”

“যেখানে মিলে গেছে ভালোলাগার সীমান্ত”

সবিতা দাস:

কিছু ভাবছিলি কি

আজ মন ভরাবি কি

তোর লজ্জা রাঙ্গা ঠোঁটেরই ছোঁয়ায়।

আমি যে হারিয়েই যাবো

আমি যে ছড়িয়েই যাবো

ঐ আকাশেই দূর দূর দূর নীলিমায়।।

 

চল চলে যাই

একই সাথে যাই

ঐ সুদূর পাহাড়েরই গায়-

যেখানে আমি হবো অশান্ত

কখনো বা তুই হবি দূরন্ত

যেখানে শেষ হবে, তোর-আমার

ভালোবাসারই সীমান্ত।

আমার গায়ে লেগেছে যে আজ ফাল্গুনের বসন্ত।।

 

আমি ভালোবাসি

শুধু ভালোবাসি

আমি ভালোবাসি কতই যে তোকে।

তোর প্রতি কাব্যই তো আমি

তোর প্রতি নিঃশ্বাসে আমি

তোর সর্ব বিশ্বাসেও যে আমি

তুই রয়ে যা আমার, এমন আবেশের স্বভাবেই।।

 

তুই আমায় হাসতে দে

তোকে ভালোবাসতে দে

আমায় আরো কাছে আসতে দে

আরো আরো আরো দারুন গভীরতায়।।

 

আবির গুলো যে সব

আরও লাল হয়ে যে যায়

যখন ছড়াই তোরই  কপোলে।

তখন চৈত্র মাসের ফুলেরা ফোঁটে

তাই যখন তখন চুমি তোরই গালে।।

 

আমার হাতটি ধর

আমায় শক্ত করে জড়িয়ে ধর

চল চলে যাই পরীদের দেশে।

যেথায় হাসি আছে

সেথায় বাঁশি আছে

চল থাকবো দুজনা দুজনায় মিশে।।

 

সেথায় মন হারিয়ে যাক

সেথায় প্রান জুড়িয়ে যাক

সেথায় চোখ ঝলসিয়ে যাক

আমার গায়ে লেগেছে যে আজ ফাল্গুন বসন্ত।

তবে তুই যেন কোনদিন,পাল্টাসনে তোর সিদ্ধান্ত।।

তবে শোন তুই যেন কোনদিন, ভুলিসনা তোর সিদ্ধান্ত।।

 

নিউ ইয়র্ক

৯/১৬/২০

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone