লালমনিরহাটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য সামগ্রী বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র ডিলার কর্তৃক এ পণ্য সামগ্রী বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় মেসার্স শাফিন এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ সফিয়ার রহমানসহ টিসিবি’র কার্ডধারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, টিসিবি’র স্মার্ট কার্ডধারীগণ ৩৯০টাকায় ন্যায্য মূল্যে পণ্য ভোজ্য তেল, মশুর ডাল, চিনি সামগ্রী ক্রয় করেন। যা সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে।