লালমনিরহাটে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলার প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্যোগকালীন স্বেচ্ছাশ্রম, পরিবেশ সংরক্ষণ, কোভিট-১৯ বিষয়ক জনসচেনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় যুব ভবন হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, কে ইউ পি কলেজের সহকারী অধ্যাপক কৃষিবিদ মোঃ শাহ আলম। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের ডেপুটি কো-অডিনেটর মোস্তাক ই হাবীব। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের প্রশিক্ষক, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব নারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.