লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মেহেদী হাসান নামের এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে শুক্রবার (১ জুলাই) যশোরের অভয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
মেহেদী হাসান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, ২০১৭ সালের রাষ্ট্র বিরোধী নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে টংভাঙ্গা এলাকায় ২০১৭ সালের ২৮ আগস্ট একটি নাশকতার ঘটনায় মামলা দায়ের করেন। সেই মামলা দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন মেহেদী হাসান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.