কমল কান্তি বর্মন
একটু খানি ভিজবে নাকি
আজ বৃষ্টি ভেজার দিনে,
এমন দিনে একলা থাকা
যায় কি বলো ঘরের কোণে?
বাহু যুগোল ছড়িয়ে দিয়ে
ভিজবে নাকি আউলা কেশে,
যেমন করে মাঠে কিষান
ভিজে ফসল বুনার আশে।
একটু খানি হাত বাড়িয়ে
মেলবে তুমি দুটি আঁখি,
যেমন করে মেঘের পানে
থাকে চেয়ে চাতক পাখি।
আসব আমি ভিজব জলে
একই সাথে দুজন মিলে,
যেমন করে গাছ পাতায়
নূপুর পায়ে বৃষ্টি খেলে।
একটু মৃদু বাতাস এসে
উড়িয়ে নিবে আঁচল খানি,
লাজুক ভরা অঙ্গ দেখে
লজ্জা পাবে কেমন তুমি?
হঠাৎ করে বৃষ্টি এসে
ভিজিয়ে নিবে দুইজনারে,
বুকের মধ্যে বৃষ্টি যেন
মূষল ধারে শুধুই ঝরে।
২২/৬/২০
কোদালখাতা, লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.