সাকি
আমি যে আঁধার কুড়াতে পারি,
ওগো মনোহরী নারী,
তোমার আঁচলে বিষাদ বাদলে,
রিনিঝিনি নুপুরের খেলা
আমায় দিও যে রোদহারা সেই
ব্যাকুল সন্ধ্যাবেলা।
পাখিরা ফিরেছে নীড়ে,
বেনুবনে আজ বাঁশরীর সুর
ফেরে আকাশের তীরে,
মিছে কেন অভিশাপ, মেখে নিয়ে আমি, আকাশে মেঘের মেখলা।
দিন চলে যায়, চলে যায় পরমায়ু
ঠিকানা বদলে কোথা যাবো বলো, সবখানে একই বায়ু,
একই কথা শুধু, একই হাহাকার বাঁধে, বিদ্রোহী আজ বিধাতার সুর
ক্ষমতা কি-কাজে লাগে।
ভিখ মাগো, বলো করুণার মোহে
কিছু করো প্রিয় নাথ,
সবি ভেসে যাবে তুমি ছাড়া আর
পাইনাকো কোন পাঠ।
২০/৬/২০২০
বনানী, ঢাকা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.