আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় গৌরী শংকর বিদ্যাবীথি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও ২৯তম জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন গৌরী শংকর বিদ্যাবীথি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র কুমার রায়। বক্তব্য রাখেন শ্রী শ্রী গৌরী শংকর গোশালা সোসাইটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণ, সভাপতি হীরা লাল রায় প্রমুখ। এ সময় গৌরী শংকর বিদ্যাবীথি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।