হেলাল হোসেন কবির: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেখানে প্যানেল চেয়ারম্যান-১ হয়েছেন ৫নং ওয়ার্ডের সদস্য ওবাইদুল হক, প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন মমতাজুর রহমান এবং সংরক্ষিত (৭,৮,৯) প্যানেল চেয়ারম্যান হয়েছেন মিনা বেগম।
তাঁদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল।