আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে অনলাইনে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ‘ফি’ ও অন্যান্য ফি আদায় শীর্ষক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকালে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ও লালমনিরহাট সরকারি কলেজের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ‘ফি’ আদায় চুক্তি স্বাক্ষরিত হয়।
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সোনালী ব্যাংক লিমিটেড জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) রশিদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপ্যাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওয়াহেদুননবী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম মতিয়ার রহমান, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ম্যানেজার আব্দুল লতিফ সরকার।
পরে সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ও লালমনিরহাট সরকারি কলেজের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ‘ফি’ আদায় চুক্তি স্বাক্ষর এর ফাইল হস্তান্তর করা হয়।