শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ১০, মহিলা ভাইস চেয়ারম্যান ৬জন বৈধভাবে মনোনীত প্রার্থী; ১জন চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল! প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মানবিক সহায়তা (ঢেউটিন ও টাকা) বিতরণ অনুষ্ঠিত এমদাদুল সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার! সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দুর্গন্ধে অতিষ্ঠ লালমনিরহাটের শখের বাজার সড়কের পথচারীরা, কর্তৃপক্ষ নির্বিকার লালমনিরহাটে বিলুপ্তির পথে ঘুঘু পাখি! একুশ বছর সেই বাসী চাঁদ
লালমনিরহাটে চাকুরীর প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে

লালমনিরহাটে চাকুরীর প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা থেকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে রেজাউল আলম রওনক নামের এক ব্যক্তির বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি দেশের বিভিন্ন এলাকায় গ্রামের সহজ-সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে ফাঁদে ফেলে প্রতারণা করেন।

 

 

জানা গেছে, ওই প্রতারক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মফিজার রহমানের পুত্র। তিনি নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করেন দেশের বিভিন্ন এলাকায়।

 

এছাড়াও বিভিন্ন এলাকায় তাঁর বিভিন্ন নাম ও বিভিন্ন বাড়ির ঠিকানা ব্যবহার করতেন। গত ২০১৫ সালে বিভিন্ন প্রকার সরকারি চাকুরীর দেওয়ার কথা বলে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সহজ-সরল মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক।

 

চাকুরী না পেয়ে এ এলাকার ভুক্তভোগীরা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে টাকা তুলতে পারেনি। এবং এই ভুক্তভোগীরা টাকা চাইলে প্রতারক রেজাউল আলম রওনক টালবাহানা করে ও বিভিন্ন প্রভাবশালী নেতার সঙ্গে তার পরিচয় রয়েছে বলে সে হুমকি দেয়।

 

এ বিষয়ে ভুক্তভোগী হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বাসিন্দা আহমদ উল্লাহ আলীবর, রুজেন আহমেদ ও পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, রেজাউল আলম রওনক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকুরী দেওয়ার নামে আমাদের এলাকা থেকে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ২কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমাদের সে সর্বশান্ত করেছে। ওই টাকা তোলার জন্য অনেকের কাছে ধরনা দিয়েও টাকা তুলতে পারিনি। আমরা টাকা চাইলে সে বিভিন্ন প্রকার হুমকি দেয়। সে অনেক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করেছে। আমরা চাই সে যেন আর কারো কাছ থেকে প্রতারণা করে টাকা নিতে না পারে।

 

এ বিষয়ে রেজাউল আলম রওনক সাংবাদিকদের বলেন, আমি আমার বুদ্ধি দিয়ে টাকা নিয়েছি। আমার চেহারা দেখে কেউ টাকা দেয় নাই। আমি ওই এলাকায় ব্যবসা করেছি মাত্র। আমি যদি তাদেরকে টাকা না দেই দুনিয়ার কেউ নেই আমার কাছ থেকে টাকা নিতে পারে। আমিতো আর টাকা নেওয়ার কথা অস্বীকার করছি না। বর্তমান যুগে টাকা নিয়ে স্বীকার করে এ রকম লোক কম পাবেন। আমি পরিস্থিতির শিকার। ওখানে ওই টাকার কমিশন অনেকে খেয়েছে। টাকা দেওয়ার প্রসেসিং চলছে সময় হলে টাকা ফেরত দিয়ে দেব।

সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ অনলাইন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone