শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চরের স্কুলে নিম্নমানের উপকরণ ব্যবহারে চলছে ওয়াশ ব্লক নির্মাণ! লালমনিরহাটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমনিরহাটের এম মিজানুর রহমান লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ লালমনিরহাটের বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এবং শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মরহুম মোফাখখারুল ইসলাম মজনু’র স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে বাঁশের সাঁকোই ভরসা ৭টি গ্রামের কয়েক হাজার মানুষের! লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত পথে ৫ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ
পাটগ্রামে দেনমোহর পরিবর্তন করে নিকাহ রেজিস্ট্রির অভিযোগের তদন্ত শুরু

পাটগ্রামে দেনমোহর পরিবর্তন করে নিকাহ রেজিস্ট্রির অভিযোগের তদন্ত শুরু

আলোর মনি রিপোর্ট: গত ৩১ অক্টোবর বিভিন্ন দৈনিক পত্রিকায় ”পাটগ্রামে নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে দেনমোহর বাড়িয়ে ভুয়া নিকাহ রেজিস্ট্রির অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশের পর পাটগ্রাম উপজেলার সাব রেজিস্ট্রার রতন অধিকারী তদন্ত শুরু করেছেন।

 

গত ৩ অক্টোবর সকাল ১১টায় পাটগ্রামের সাব রেজিস্ট্রার রতন অধিকারী শ্রীরামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও রাশেদ মেনন বিদ্যুতকে মোবাইলে ডেকে নেন নিজ কার্যালয়ে।পাটগ্রাম পৌরসভার নিকাহ রেজিস্ট্রার আনোয়ার হোসেনকে সাথে নিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন। শ্রীরামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেকের নিকাহ রেজিস্ট্রির ২টি ভলিয়ম বই বের করে ২০০৮ ও ২০১৪ সালে একই ব্যক্তির নিকাহ রেজিস্ট্রির প্রমান পান।

 

২০০৮ সালের ভলিয়ম বইয়ে দেখা যায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাসুম আলীর কন্যা মরিয়ম আক্তার লাকী ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আব্দুল মান্নান সরকাের ছেলে রাশেদ মেনন বিদ্যুতের নিকাহ রেজিস্ট্রি ও দেনমোহর ১লাখ ৫৫হাজার ৫শত ৫৫টাকা ধার্য্য করে নগদ ৫০হাজার টাকা পরিশোধ দেখায়ে নিকাহ রেজিষ্ট্রি করেন নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেক।

 

২০১৪ সালের ভলিয়ম বইয়ে দেখা যায়, একই ব্যক্তির নিকাহ রেজিস্ট্রি ও দেনমোহর ৫লাখ ৫৫হাজার ৫শত ৫৫টাকা ধার্য্য করে নগদ ৫০হাজার পরিশোধ দেখায়ে নিকাহ রেজিষ্ট্রি করেছেন নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেক।

 

সাব রেজিস্ট্রার রতন অধিকারী পাটগ্রাম পৌরসভার নিকাহ রেজিস্ট্রার আনোয়ার হোসেনের কাছে জানতে চান একই ব্যক্তির দেনমোহর বাড়িয়ে পূনরায় নিকাহ রেজিস্ট্রির নিয়ম কি? জবাবে আনোয়ার হোসেন বলেন, কেও যদি তার স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় নিকাহ করতে চায় তাহলে তালাক নামার সূত্র ভলিয়ম বইয়ে তুলে নতুন করে দেনমোহর বাড়ানো যাবে। আবার স্বামী স্ত্রী থাকা অবস্থায় তারা তাদের দেন মোহর বাড়াতে পারবে তবে ছেলে এবং মেয়ে নিকাহ রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করতে হবে। কিন্তু শ্রীরামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেক তার কোনটাই করেনি। অবশ্যই এখানে সে অন্যায় করেছে।

 

পাটগ্রাম সাব রেজিস্ট্রার রতন অধিকারী নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেককে দুই বার নিকাহ রেজিস্ট্রি ও দুই রকম দেনমোহর কেন করেছেন জিজ্ঞাসা করলে জবাবে আব্দুল বারেক বলেন, তারা সেচ্ছায় দেন মোহর বাড়াতে বলেছিল তাই নতুন করে দেনমোহর বাড়িয়ে নিকাহ রেজিস্ট্রি করেছি।

 

২০০৮ সাল ও ২০১৪ সালে নিকাহ রেজিস্ট্রির ভলিয়ম বইয়ে কন্যা মরিয়ম আক্তার লাকীর স্বাক্ষর মিল নেই ও ২০০৮ সালে ছেলে পক্ষের স্বাক্ষীদের স্বাক্ষর ২০১৪ সালে ছেলে পক্ষের স্বাক্ষী মেয়ে পক্ষের লোক হওয়া ঐ দিন মেয়ে মরিয়ম আক্তার লাকী উপস্থিত না থাকায় ৭ নভেম্বর মরিয়ম আক্তার লাকীসহ নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেককে আসতে বলেন।

 

৭ নভেম্বর বিকাল ৩টায় পাটগ্রাম সাব রেজিস্ট্রার রতন অধিকারী ছেলে পক্ষ ও মেয়ে পক্ষের বক্তব্য শোনেন এবং তদন্ত রিপোর্ট পরে দিবেন বলে তদন্ত কাজ শেষ করেন।

 

এ ব্যাপারে পাটগ্রাম উপজেলার সাব রেজিস্ট্রার রতন অধিকারী সাংবাদিকদের বলেন, তদন্তে যাহা পেয়েছি তাই জেলা রেজিরস্ট্রারকে পাঠাবো। তিনিই সিদ্ধান্ত নিবেন।

 

এর আগে ২১ অক্টোবর লালমনিরহাট জেলা রেজিস্ট্রার বরাবর শ্রীরামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল বারেকের বিরুদ্ধে দেনমোহর বাড়িয়ে পূনরায় নিকাহ রেজিস্ট্রির অভিযোগ করেছিলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের রাশেদ মেনন বিদ্যুত।

 

পরে ৩১ অক্টোবর বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ পাটগ্রাম সাব রেজিস্ট্রারকে তদন্তের জন্য আদেশ করে চিঠি পাঠান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone