আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশকে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় ফারুক হোসেন নামে ওই গ্রাম পুলিশকে বনচৌকি এলাকা থেকে গ্রেফতার করেন বিজিবি। এ সময় তার কাছ থেকে ৯৭বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এমন দাবী করেন বিজিবি।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, বিজিবি মামলায় উল্লেখ করেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রাম পুলিশ ফারুক হোসেনের কাছ থেকে ৯৭বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।
ফারুক হোসেন ওই এলাকার সোলেমান অালীর পুত্র।
এ ঘটনায় বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া গ্রাম পুলিশ ফারুক হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.