জাকি ফারুকী:
বড় দায়সারা-
একটা ছোট্ট শব্দ উচ্চারণ করলে।
তোমার মন থেকে অজস্র কথা শুনতে ইচ্ছে করে।
সে সময় কই তোমার।
একদিন মনে হবে, একজন মানুষ
অনেক অনুভূতির কথা জানতে চাইতো,
তখন বলি নাই। কেন বলিনাই!
কি হতো বললে!!
আজ সে আর নাই।
কেউ ওভাবে আর শুনতেও চায় না।
জীবনের কথা তাহলে, না বলা
অসমাপ্ত রয়ে যাবে?
এর নাম জীবন
২৮/৬/২১
নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.