শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৪ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে বন্যায় কর্মহীন নিম্ন আয়ের সাধারণ মানুষ; সেই সাথে গোখাদ্যের তীব্র সংকট! লালমনিরহাটে খাদ্য গুদামের ৩০টন চাল উদ্ধার লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল পাটগ্রামে দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কৃষকদের এই ক্ষতি ভারতের কাছে নেওয়া উচিৎ আগামীকাল থেকে শুরু লালমনিরহাট জেলা ইজতেমা! রোটারি ক্লাব অব লালমনিরহাট এর ৩৯ তম চার্টার ডে পালিত লালমনিরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত
বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী

বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ২০১৬ সালেও তিনি ছিলেন আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি।

 

অতঃপর মোহাম্মদ আলী ২০১৬ সালের ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড এবং গতিশীল নেতৃত্বের প্রতি আনুগত্য জানিয়ে তৎকালীন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বর্তমানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ-এঁর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে বি.এন.পি থেকে আওয়ামী লীগে অানুষ্ঠানিকভাবে যোগদান করেন।

 

তারপর তিনি চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এ ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী (নৌকা) বরাদ্দকৃত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭হাজার ২শত ২২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

 

এরপর ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার মাসিক সভায় সৃষ্ট ও শূন্যপদসমূহে নতুন নেতৃবৃন্দের অন্তর্ভুক্তিকরণ আলোচ্য বিষয়ের আলোকে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীকে সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

 

এবারের অনুমোদিত জেলা কমিটিতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার ৫নম্বর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৭ জুন) জেলা আওয়ামী লীগের প্রকাশিত কমিটিতে ৫নম্বর সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন তিনি। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ৫বছরের মধ্যেই জেলা কমিটিতে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়া নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

 

এদিকে কমিটিতে উপযুক্ত পদ না পাওয়ায় ওই কমিটির ২নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনের সমর্থকরা লালমনিরহাট-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করেন। শনিবার (১৯ জুন) সন্ধ্যায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তায় জাতীয় মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

 

জানা গেছে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই ত্রি-বার্ষিক সম্মেলনে লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনকে সভাপতি ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে কমিটি ঘোষণা দেওয়া হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি এতোদিনেও। পরে বৃহস্পতিবার (১৭ জুন) ৭৫ সদস্য বিশিষ্ট্য জেলা কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। ওই কমিটিতে ৫নম্বর সহ-সভাপতি হিসেবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নাম নিয়ে শুরু হয় নানা তর্ক-বিতর্ক।

 

আরও জানা গেছে, মোহাম্মদ আলী ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮০-১৯৮১ইং সালে ছাত্রলীগের প্যানেলে লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ১৯৯০ সালে প্রথম বারের মতো ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট-০২ আসনের তৎকালীন প্রয়াত সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমানের সাথে তার সুসর্ম্পক গড়ে ওঠে। ২০০১ সালের পর বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাত ধরে বিএনপিতে তার পথচলা শুরু হয়। অল্প সময়ের মধ্যে আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আলী। এখন তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone