জাকি ফারুকী:
আজ আমার বুকে নিবিড় ভালোবাসা,
সবাকে শুধালাম, নেবার কেউই নেই,
তুমি নেবে!
এমন চাঁদের দশা,
মেঘলা আকাশ, জোছনার দেখা নেই অনেকদিন,
আজ এমন ঝুম বৃষ্টি,
তুমি হাত বাড়াও,
দেখো সত্যিই ভিজে যাবে,
তোমাকে বললাম বৃষ্টি ভেজা আকাশ নেবে,
বললে না-গো, অনেক তাড়া আছে কাজের ,
আজ নিতে পারবোনা।
কতো মানবী পৃথিবীর ছায়াপথে, মহাশুন্যে খুঁজে বেড়ায় কবিতা আর ভালোবাসা,
তোমাকে দেবার জন্য বসে থাকি, একটা সাদা বক, কচুরী পানার ওপর ঝিম ধরে বসে আছে,
সেই কতোক্ষন,
আমিও তেমন,
বসে আছি তুমি একবার যখন দুয়ার খুলবে,
তোমাকে পৌছে দেবো আমার কথা,
নেবে ভালোবাসা!
১৯/৩/২০২১
টিনটন ফলস্, নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.