আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অবাক হলেও সত্যি এই যে, লালমনিরহাট পৌরসভার সাপটানা বাজারস্থ বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু-এর বাড়িতে একটি আমগাছে ফাল্গুন মাসেই আমের মুকুল এবং আম ধরেছে একসাথেই। বছরে তিনবার মুকুল আসে এই গাছটিতে।
জানা গেছে, আম পাকার সময় হলেই গাছটিতে নতুন পাতা গজায় এবং মুকুল আসে। এভাবে পর্যায়ক্রমে বছরে তিনবার আম ধরে এই গাছটিতে। আমগুলো মিষ্টি ও সুস্বাদু এবং বড় বড় হয়। ফাল্গুন মাসে আমও পাকার সময় হয়েছে আবার নতুন গাছটিতে মুকুলও এসেছে। বিশেষ জাতের এই আম গাছটি দেখার জন্য অনেক লোকই ভীড় জমায় ওই বাড়িতে।
বাংলাদেশ কৃষক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লুলু বলেন, বছরে দুই-তিন বার আমের মুকুল আসে। আমের সাইজ বড় বড় হয়ে থাকে। কিন্তু কি জাতের আম তা আমার জানা নাই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.