শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ১০, মহিলা ভাইস চেয়ারম্যান ৬জন বৈধভাবে মনোনীত প্রার্থী; ১জন চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল! প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মানবিক সহায়তা (ঢেউটিন ও টাকা) বিতরণ অনুষ্ঠিত এমদাদুল সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার! সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দুর্গন্ধে অতিষ্ঠ লালমনিরহাটের শখের বাজার সড়কের পথচারীরা, কর্তৃপক্ষ নির্বিকার লালমনিরহাটে বিলুপ্তির পথে ঘুঘু পাখি! একুশ বছর
পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যস্ত প্রচার-প্রচারণায়

পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যস্ত প্রচার-প্রচারণায়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে দিন-রাত বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র এ পৌরসভার মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থীরা বরাদ্দকৃত প্রতীকে পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা শীতকে উপেক্ষা করে বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

পাটগ্রাম পৌরসভার সাধারণ নির্বাচনে ৪জন মেয়র, ২৬জন সাধারণ আসনের কাউন্সিলর, ৫জন সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার-এর কার্যালয় সূত্রে জানা যায়, পাটগ্রাম পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ সুমন মিয়া (হাত পাখা), স্বতন্ত্র কাজী আসাদুজ্জামান (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ৫৫জন।

 

পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (পাঞ্জাবি), মোঃ রফিকুল ইসলাম প্রধান (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ১হাজার ৬শত ২৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু বক্কর ছিদ্দিক প্রধান (উটপাখি), মোঃ মাহবুব কামাল শাহিন (ডালিম), মোঃ সহিদুল ইসলাম (পাঞ্জাবি)। এখানে মোট ভোটার সংখ্যা ১হাজার ৬শত ৬৮জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আছির উদ্দিন খান (ডালিম), মোঃ জামিরুল ইসলাম (পাঞ্জাবী), মোঃ জাহিদ হাসান (উটপাখি), মোঃ শফিকুল ইসলাম (পানির বোতল) । এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ২শত ৩০জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৪ এর কাউন্সিলর প্রার্থী মোঃ মজিদুল ইসলাম (ডালিম)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ১শত ৫১জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৫ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আসাদুজ্জামান (উটপাখি), মোঃ শামীম উল ইসলাম (ডালিম), শ্রী কার্তিক চন্দ্র শর্মা (পাঞ্জাবী), শ্রী জয়রাম দাস (টেবিল ল্যাম্প)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ৫শত ৫০জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৬ এর কাউন্সিলর প্রার্থী এ এইচ তারেকুজ্জামান (টেবিল ল্যাম্প), মাহাবুব আক্তার কামাল (ডালিম), মোঃ আজিজুল হক দুলাল (পাঞ্জাবী), মোঃ রেজবানুল কবির (রুবেন্স) (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৪শতজন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৭ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আবু সাঈদ সুজন (উটপাখি), মোঃ মমিনুর রহমান (ডালিম), মোঃ রবিউল ইসলাম (পাঞ্জাবি)। এখানে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৩শত ১৯জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৮ এর কাউন্সিলর প্রার্থী মোঃ আমির হোসেন মাসুম (ডালিম), মোঃ নজরুল ইসলাম (পাঞ্জাবী), মোঃ মারুফ ইকবাল (উটপাখি)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ৯শত ২জন।

সাধারণ আসনের ওয়ার্ড নম্বর ০৯ এর কাউন্সিলর প্রার্থী মোঃ কুদরত ই ইলাহী (উটপাখি), মোঃ হাবিবুর রহমান (পানির বোতল)। এখানে মোট ভোটার সংখ্যা ২হাজার ৭জন।

 

পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষ সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০১ এর কাউন্সিলর প্রার্থী শামীমা আক্তার (আনারস)। এখানে মোট ভোটার সংখ্যা ৫হাজার ৫শত ২৬জন।

সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০২ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ ফাতেমা খাতুন (চশমা), মোছাঃ রেহেনা ইয়াসমিন (আনারস)। এখানে মোট ভোটার সংখ্যা ৮হাজার ১শত ১জন।

সংরক্ষিত আসনের ওয়ার্ড নম্বর ০৩ এর কাউন্সিলর প্রার্থী মোছাঃ তাজমিরা বেগম (আনারস), মোছাঃ মফিনা বেগম (চশমা)। এখানে মোট ভোটার সংখ্যা ৮হাজার ২শত ২৮জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone