আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভারত থেকে চোরাই পথে আসা আরও ১৪টি গরু আটক করেছেন হাতীবান্ধা থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার কারবালার দীঘি এলাকায় বুড়িমারী-লালমনিরহাট জাতীয় মহাসড়কে ট্রাকসহ গরুগুলো আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানা পুলিশ জানায়, স্থানীয় লোকজন ভারতীয় গরুর ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ট্রাকসহ গরুগুলো আটক করে থানা নিয়ে আসে।
এর আগে দুপুরে পুলিশ ৭টি ও ভোর রাতে বিজিবি ৩টি ভারতীয় গরু আটক করেন।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.