মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিন সির্ন্দুনা গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৫৫বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাবেদার হোসেন নামে ওই ব্যক্তি কয়েক দিন অাগে ঢাকা থেকে বাড়ি এসেছেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছেন মেডিকেল টিম। সে ওই এলাকার তফসির সরদারের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি করোনা উপসর্গ জ্বর সর্দি নিয়ে কয়েক দিন অাগে ঢাকা থেকে বাড়ি অাসেন। বাড়িতে ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা গ্রহন করেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে উপজেলা মেডিকেল টিম ওই বক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল অামিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.