"কেন্দ্রীয় মসজিদের পাশে ইসলামি ফাউন্ডেশনের বারান্দায় দুইদিন থেকে মহিলাটা রাত্রি যাপন করেন। মহিলাটার বাসা মোগলহাট, দুইদিন থেকে ফজরের নামাজের সময় বাচ্চাটা অনেক কান্না করে মশার জ্বালায় ঘুমাতে পারে না বলে, বিষয়টি আমার স্যার লক্ষ্য করেন, পরে কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন হুজুরের কাছ থেকে কয়েল নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। একটু আগে বিষয়টি স্যার আমাকে জানান, পরে আমি আমার কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে বিষয়টি জানাই, সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু একটি মশারি নিয়ে আসে, তারপর মশারিটা আমরা টাঙ্গিয়ে দেই, তখন লক্ষ করলাম একটা গামছার উপর বাচ্চাটাকে শুয়ে দিয়ে মা মেঝেতে শুয়ে আছেন, গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নেই, আর অতিরিক্ত কোনো কাপড় ও নেই মেঝেতে বিছানোর জন্য, স্থানীয় কারো কাছে যদি একটা কম্বল থাকে তাহলে একটু দয়া করে জানিয়েন।
ধন্যবাদ বন্ধু তোমাকে Sahoriar Islam Ador মশারিটা দেওয়ার জন্য।"
Rayhan Kabir Rabby-এর ফেসবুক থেকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.