জাকি ফারুকী:
কোনদিন দেখা হলো না,
কবে দেখা হয়েছিলো মনে নেই,
তবু কি আবেগ
তবু কি অধীর ভালোবাসা পুষে
মনের সাথে মাঝে মাঝে কথা বলি।
তোমার ওখানে দিঘী আছে
সে দিঘীতে পদ্ম আছে,
টলমল জল আছে?
যখন আমি কোন জলাধারের
পাশ দিয়ে হেঁটে যাই,
জায়গা খুঁজি কোথায় একদিন তোমাকে নিয়ে বসে দীর্ঘক্ষণ
গল্প করবো- কি কথা বলবো এখনো
ঠিক করতে পারিনি।
তবে মনে হয় বিরহের কথা বলবো।
কি করে বেঁচে থাকি তোমাকে ছাড়া
একই আকাশের তলে, তারা ভরা রাতের দীর্ঘ শ্বাসে- সে কথা।
তোমার সাথে আমার দেখা হলোনা,
অথচ চুয়াত্তর থেকে এতোটা সময়
কখনো ভুলতে পারলাম কই।
একটা মৃত্যু সব পাল্টে দিলো,
জীবনের সব কিছু এমন করে পাল্টে যায়,
তবুও প্রণয়,
তবুও প্রথম ভালোবাসার মতো আর কিছু নয়, এই পৃথিবীতে।
৯/১/২০২১
টিনটনফলস্
নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.