কমল কান্তি বর্মন, কবি
জবাব চাই লুটখোর লুটেরার দল,
দেশটাকে লুটেছিস ইজ্জত লুটেছিস
ভোট ভাতের অধিকার লুটেছিস
গণতন্ত্রকে লুটেছিস স্বাধীনতাকে লুটেছিস।
কে দিয়েছে তোমাদের লুট করার অধিকার?
আমরা জনগণ ভূখাপেটে অনাহারে মরি,
তোমাদের গায়ে বাহারি পোশাক,
খাবারের থালায় কোরমা পোলাও,
এসি বাড়ি-গাড়ি।
আমরা ও সবের কিছুই চাইনা,
শুধু ভাত চাই ভাত, দুবেলা দুমুঠো পেট ভরে খাব।
আর চাই একটু আশ্রয়, চাই খেয়ে পরে বাঁচার অধিকার।
নইলে, আবার অস্ত্র ধরব যুদ্ধ করব
'৭১-এর মত।
আগুন জ্বালাব পুড়িয়ে দেব
গুড়িয়ে দেব তোমাদের ক্ষমতার মনসদ,
লুটতরাজের রাজ্য।
ভেঙে দেব কালো হাত, তুলে নেব বিষদাঁত,
আমরা বাংলা মায়ের লক্ষ কোটি সন্তান,
মুজিব সেনা।
না হয় হবে মৃত্যু, তাতেও রাজি।
শুধু জবাব চাই জবাব!
এ অন্যায় অবিচার অনিয়ম কুনীতি দূর্নীতির,
আমরা স্বাধীন বাংলার জনগণ।
২৯.০৫.২০২০
কোদালখাতা, লালমনিরহাট।
★কমল কান্তি বর্মন-এর ফেসবুক থেকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.