কমল কান্তি বর্মন:
মানুষ চাই, মানুষ.....
চাই সত্যিকারের মানুষ।
চাই এমন মানুষ,
যার চোখের দৃষ্টিতে প্রসারিত হয় শান্তির কোটি কোটি আলোক বর্ষ।
যার কথার অগ্নি যজ্ঞে পুড়ে ছাড়খার হয়ে যায়..... সকল অন্যায়, অবিচার, অত্যাচার, অসত্য।
.....আর চারপাশে ধ্বনিত হয় শান্তির বজ্র কন্ঠ।
যার হাতের বজ্র মুষ্টিতে আধাঁর ভেঙ্গে প্রজ্জ্বলীত হয় শান্তির মশাল.....
ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যায়
মিথ্যার বালিয়াড়িতে গড়া সব ক্ষমতার মনসদ।
যার বাহুর অযুত শক্তিতে ঝলসে উঠে প্রতিবাদের অস্ত্র.....
প্রতিষ্ঠিত হয় শান্তি পৃথিবী।
যার প্রতিটি পদচিহ্নে তৈরী হয় শান্তির পথ।
মানুষ চাই, মানুষ.....
চাই এমন মানুষ,
চাই শান্তির প্রকৃত মানুষ।
১০/১২/২০২০
কোদালখাতা, মোগলহাট, লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.