শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান ৭, ভাইস চেয়ারম্যান ১০, মহিলা ভাইস চেয়ারম্যান ৬জন বৈধভাবে মনোনীত প্রার্থী; ১জন চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল! প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মানবিক সহায়তা (ঢেউটিন ও টাকা) বিতরণ অনুষ্ঠিত এমদাদুল সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার! সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দুর্গন্ধে অতিষ্ঠ লালমনিরহাটের শখের বাজার সড়কের পথচারীরা, কর্তৃপক্ষ নির্বিকার লালমনিরহাটে বিলুপ্তির পথে ঘুঘু পাখি! একুশ বছর

লালমনিরহাটে পুত্রকে না পেয়ে পিতার উপর হামলা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুত্রকে না পেয়ে পিতা বাংলাদেশ কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিককে মারধোর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে আব্দুল্লা আল রিয়াল ও শামসুল ইসলাম নামে দুই যুবকের বিরুদ্ধে।

 

গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ী বাজার এ হামলার ঘটনা ঘটে। আহত রেজাউল করিম মানিক হাতীবান্ধা উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহত কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিকের পুত্র হযরত আলীর সাথে ঝগড়া বিবাদ চলে আসছিলো গেন্দুকুড়ী এলাকার রহমত আলীর পুত্র আব্দুল্লা আল রিয়াল (২৫) ও রমজান আলীর পুত্র শামসুল ইসলামের (৩৫)। তারই প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ী বাজারের পুত্র হযরত আলীকে না পেয়ে তার পিতা কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিকের উপর অতর্কিত হামলা করেন আব্দুল্লা আল রিয়াল (২৫) ও শামসুল ইসলাম (৩৫)। এ সময় তারা বৈদ্যুতিক তার দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করলে রেজাউল করিম মানিককে গুরত্বর আহত হন। পরে এলাকাবাসী রেজাউল করিম মানিককে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে রেজাউল করিম মানিক বাদী হয়ে শুক্রবার রাতেই আব্দুল্লা আল রিয়াল ও শামসুল ইসলামের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।

 

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone