আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গণপিটুনি দিয়ে শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও তার লাশ পোড়ানোর মামলায় অারও ৩ জনসহ এ পর্যন্ত ৩২জনকে গ্রেফতার করা হয়েছে।
আমলী আদালত-৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে এসব অাসামীর মধ্যে ৯জনের রিমান্ড ইতোমধ্যে শেষ হয়েছে তাদেরকেও জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত জানান, রোববার রাতে বুড়িমারী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অাবুল হোসেন (৪২), রবিউল ইসলাম (৪৯) ও সুজন মিয়া (২১) কে গ্রেফতার করে সোমবার তাদেরকে অাদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ মামলায় মোট ৩২জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি ওমর ফারুক জানান, রোববার রাতে গ্রেফতারকৃত ৩জনের মধ্যে অাবুল হোসেনের ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.